December 23, 2024, 3:26 am
হাটহাজারী উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাআত সৈয়দ আহমদ হাট, উত্তর মাদার্শা উদ্যোগে তিনদিনব্যাপী ঈদে মিলাদুন্নবী দঃ ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।
১১ নভেম্বর বুধবার খতমে কোরআন ও খতমে গাউসিয়া মাধ্যমে মাহফিলের কর্মসূচী শুরু হয়। ১২ নভেম্বর বৃহস্পতিবার ও ১৩ নভেম্বর শুক্রবার রাসূলে পাক দঃ আদর্শ ও জীবনের ওলামায়েকেরাম আলোচনা করেন।
১৩ নভেম্বর সকাল ৯ টায় সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী দঃ এর জুলুছ ও ফ্রান্সে রাসূলে পাক দঃ এর অবমাননার প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হয়। এটি সৈয়দ হাট থেকে শুরু হয়ে হালদা নদীর পাড় হয়ে, শামীর মোহাম্মদ পাড়া, আলী মোহাম্মদ পাড়া, বদিউল আলম হাট, লাল মোহাম্মদ চৌধুরী পাড়া, বটতল সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ আহমদ হাটে শেষ হয়।
তিনদিনব্যাপী মাহফিলে সভাপতিত্ব করেন যথাক্রমে পীরে ত্বরিকত আল্লামা কাজী হারুন সাহেব, আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ এরশাদ। এতে তকরীর করেন, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা সোলাইমান আলী রেজবী।
এতে উপস্থিত ছিলেন ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর হোসেন চৌধুরী মাসুদ, আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আলী, আজিজুল হক দৌলত, মোহাম্মদ আবু ইউসুফ, সাংবাদিক মোহাম্মদ জামশেদ, যুবনেতা ফরিদুল আলম, ফয়েজুল বারী চৌধুরী, একরামুল হক হারুন, মোহাম্মদ ইউছুফ, নাছির উদ্দিন লিটন, ইমতাজুল হক পলাশ, সবুর খান, ইসমাইল হোসেন টিপু, জাকের হোসেন, নাজিম উদ্দীন, মহিউদ্দিন খোকন, গিয়াস উদ্দিন প্রমুখ।