December 26, 2024, 7:20 pm
দুর্নীতি রিপোর্টঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সব সময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র্যাব বিপুল পরিমাণ দেশী/বিদেশী মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জ¦ীবিত হয়ে র্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।
২২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাত ০২২৫ ঘটিকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর জেলা হতে ০১টি পিকআপে করে ফেন্সিডিল এর একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন খাড়াজোঁড়া এলাকাস্থ কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর বিপরীত পাশের্ টাঙ্গাইল টু ভোগড়া হাইওয়ে এর উপর হতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী *১) মোঃ জয়নাল হোসেন (৪২), পিতা-মৃত মনির উদ্দিন, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট, ২) মোঃ জাবেদ (৩২), পিতা-আব্দুল মালেক, থানা- হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট, ৩) মোঃ আসাদুল ইসলাম (৩৫), পিতা-মৃত বাচ্চা জমির উদ্দিন, থানা-ডিমলা, জেলা-নীলফামারী এবং ৪) মোঃ আলমগীর হোসেন (২৭), পিতা-মোঃ জয়নাল আবেদীন শাহ্, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট’দেরকে* গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে *২৮০ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ, ০৫ টি মোবাইল ফোন, ০৫ টি সীম কার্ড, ০১ টি ডিজেল চালিত মেশিন (শ্যালো) এবং নগদ ৮০০/- টাকা* উদ্ধার করা হয়।
আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে রংপুর জেলা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।