October 22, 2024, 3:41 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

মঙ্গলকোট বাজারে একই রাতে ২ ঔষধের  দোকানে চুরি

পরেশ দেবনাথ, জেলা প্রতিনিধিঃ কেশবপুরের মঙ্গলকোট বাসস্ট্যান্ড বাজারে একই রাতে বিসমিল্লাহ ফার্মেসী ও নূর ফার্মেসী এই ২ ঔষধের দোকানে রবিবার (১৫ অক্টোবর) ভোর ৩ টার দিকে চুরি সংগঠিত হয়েছে।

বিসমিল্লাহ ফার্মেসী মালিক রবিউল ইসলাম মোড়ল জানান, রাত ১২ টার পর বাড়ী গিয়েছি। সকালে দোকান খুলে দেখি এ্যাসবেস্টর ছাওনি কেটে চোর ঘরে ঢুকে নগদ আনুমানিক ৪ হাজার টাকার মত নিয়েছে। ঔষধপত্র নিয়েছে কিনা বুঝা যাচ্ছে না। ঘরে থাকা সিসি ক্যামেরায় দেখা যায় রাত ৩ টা ১৮ মিনিটে চোর ঘরে ঢুকে ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে।

নূর ফার্মেসীর মালিক মতিউর রহমান জানান, আমি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে দোকান নতুন শুরু করি। রাত ১১ টার দিকে বাড়ী গিয়েছিলাম। সকালে দোকান খুলে দেখি এ্যাসবেস্টর ছাওনি কেটে চোর ঘরে ঢুকে ক্যাশে থাকা নগদ ৫২ হাজার টাকা নিয়েছে। ঔষধপত্র নিয়েছে কিনা বুঝা যাচ্ছে না।

বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক মোড়ল জানান, বাজার পাহারা দেওয়া হয় রাত ৪ টা পর্যন্ত এবং ৫ টা পর্যন্ত ১ জন পাহারা দিয়ে থাকেন। ঘরের পিছন দিকে যেয়ে ডিউটি দেওয়া যায় না।

মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এর এস আই আবুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন