December 23, 2024, 3:40 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

ভিন্ন গল্পে ওয়েব সিরিজ ‘ অক্‌রম দ্যা ঠগী ‘



বিনোদন প্রতিবেদক – আদি যুগ থেকেই সহজ মানুষরা চতূর মানুষ দ্বারা ঠগ খেয়ে আসছে । পরবর্তিতে সামাজিক নানান বিধি নিষেধে ঠগের মানুষগুলো নিজেদের বদ পেশাকে সাধারণের বায়রে নিজেদের শিকার ধরার কৌশল আড়ালে রাখতেই , নিজেদের সাথে নিজেদের ছেলে মেয়ে বিয়ে দিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলে । এই সিরিজে, এমন ঠগীদের উপস্থিতি বর্তমানে দেখা যায় । যারা আমাদের সমাজে উপস্থিত প্যান্ট-শার্ট পরা ঠগীদের ঠগ দিতে থাকে । এইচ আর হাবি এর রচনা -পরিচালনায় “অক্‌রম দ্যা ঠগী ” কমেডি ওয়েব সিরিজটিতে দেখা যাবে এমন চমকপ্রদ ঘটনা ।

ইতিমধ্যে সিরিজটির কয়েকটি পর্ব আপলোড হয়েছে । ১লা মার্চ থেকে শুরু হওয়া সিরিজটির পাবলিশার্স চ্যানেল Kol kathi তে গিয়ে দেখা যায় যারা দেখছেন এমন দর্শকদের নানান পজেটিভ কমেন্টস্‌ । প্রতিষ্ঠানটি সূত্রে জানা যায় ভিউ টাইম ঘন্টা হিসেবে বেশ ।

মূলত রচয়িতা/নির্মাতা হিসেবে সব সময় এইচ আর হাবিব ভিন্নতাঁর স্বাদ দেন । প্রচলিত ধারনার বায়রে গিয়ে তিনি গল্প বলেন । তাঁর টেলিভিশনে প্রচারিত নাটক আনন্দযাত্রা ও মনপবণ দর্শক প্রিয় হিট প্রডাকশন ছিল । তাঁর ছবি ছিটমহল রিলিজের অপেক্ষায় আছে এবং রুপগাওয়াল রিলিজ হয়েছে গত কয়েক বছর আগে । অক্‌রম দ্যা ঠগী’র গল্প প্রসঙ্গে এইচ আর হাবিব জানান,এ ভাবেই এগিয়ে যায় কাহিনী ।

মূলত চরিত্রের নিজেস্বতা অক্ষুন্ন রাখতে একটু স্বল্প পরিচিত শিল্পী হলেও থিয়েটারকেই বেছে নিয়েছেন নির্মাতা । নির্মাতা জানান , সব শিল্পীরাই একটু ব্যস্ত ফলে ধারাবাহিকতা রক্ষায় তিনি বিকল্প নিয়ে কাজ করছেন । কল-কাঠি’র পক্ষ থেকে জানানো হয় এই সিরিজটি পরিস্থিতি ভিত্তিক হাসির নাটক । রচয়িতা/নির্মাতা রাখতে পারবেন বা সিরিজটির যতদিন আবেদন ততদিন তৈরি হবে । জানাযায় পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন গল্প আসবে নতুন চরিত্র আসবে । “অক্‌রম দ্যা ঠগী” সিরিজটিতে অভিনয় করেছেন সৌরভ ফারসী,প্রিয়াংকা ,সাবেরী ইয়াসমিন সীমা,শেলী বিশ্বাস ,জান্নাতুল ফেরদৌস , এইচ আর হাবিব,তাহমিদ জিতু,সেলিম মাহাবুব প্রমূখ । ” অক্‌রম দ্যা ঠগী ” সিরিজটি প্রতি শুক্রবার সন্ধ্যা ৭ টায় প্রিমিয়ার হয় । সিরিজটির প্রযোজনা এবং সার্বিক তত্বাবধানে আছে কল-কাঠি ( Kol Kathi )

Kol Kathi : https://www.youtube.com/channel/UCQhS…
Kol Kathi : https://www.facebook.com/KolKathi/



এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন