December 25, 2024, 6:21 pm
ডেস্ক নিউজ- উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। আর তারই জের ধরে চীনকে চাপে রাখতে ইতিমধ্যে সীমান্তে মোতায়েন করা হয়েছে এই মিসাইল যা গোপন স্থানে লুকিয়ে থাকা শত্রুর উপর আঘাত হানতে সক্ষম।
জানা গেছে, ভারতে এখন পর্যন্ত ব্রহ্মসের তিনটি রেজিমেন্ট প্রস্তুত। প্রতিটিতেই রয়েছে ব্লক-৩ ভার্সনের মিসাইল। এই মিসাইল যেকোন গোপন স্থানে লুকিয়ে থাকা শত্রুর উপর আঘাত হানতে সক্ষম। মিসাইলের পাল্লা ২৯০ কিলোমিটার। মাটি, সমুদ্র কিংবা আকাশ যেকোন জায়গা থেকেই এটি ছোঁড়া সম্ভব। ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিওএমের যৌথ উদ্যোগে রূপ নিয়েছে ব্রহ্মস।
২০০৭ থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে ‘ব্রহ্মস’। মোবাইল অটোনমাস লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। বিদেশি সহায়তায় ভারতেই তৈরি হয়েছে ব্রহ্মস।
এ ব্যাপারে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সফল হওয়ার পর ব্রহ্মস এয়ারোস্পেসের প্রধান সুধীর মিশ্র বলেন, ‘ব্রহ্মস মিসাইল সিস্টেম ভারতের সবথেকে ক্ষমতাশালী অস্ত্র। এদিনের সাফল্যে আরও একবার নিজের ক্ষমতা প্রমাণ করল ব্রহ্মস।