December 26, 2024, 6:28 pm

সংবাদ শিরোনাম :
খিলক্ষেত প্রেসক্লাবের আংশিক   কমিটি ঘোষণা ২০২৪ দৌলতপুর এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার পোরশায় সাদিয়ানী কতৃক মানুষ হত্যার প্রতিবাদে গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৪ অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত

ভারতে পাচারকালে ৫.১৯৮ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি

তামান্না আক্তারঃ ২৬ ডিসেম্বর ২০২৩ তারিখ দুপুরে বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, জীবননগর-চুয়াডাংগা মহাসড়ক দিয়ে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে একজন ব্যক্তি সীমান্তের দিকে গমন করবে। অতঃপর অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী উথলী এলাকায় এ্যাম্বুশ স্থাপন করে কৌশলে অবস্থান গ্রহণ করে। আনুমানিক দুপুর ১২০০ ঘটিকায় কতিপয় ব্যক্তিকে ইজিবাইক যোগে উথলী হতে জীবনগর হয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি টহলদল ইজিবাইকটিকে চ্যালেঞ্জ করে থামায়। এসময় ইজিবাইকের চালক মোঃ পিন্টু বিশ্বাস (৫০) এবং স্বর্ণ পাচারকারী মোঃ পিয়াস হোসেন (২১) কে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইজিবাইক তল্লাশি করে ইজিবাইকের সামনে টুলবক্সের মধ্যে প্লাস্টিকের ব্যাগে কালো কসটেপ দিয়ে মোড়ানো ৫ কেজি ১৯৭.৯৭ গ্রাম ওজনের ২৩টি (বড়-০৬টি এবং ছোট-১৭টি) স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায়-৪,৯০,৮৭,৫২০/-(চার কোটি নব্বই লক্ষ সাতাশি হাজার পাঁচশত বিশ) টাকা।

অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণ পরিবহন করা ও নিজ জিম্মায় রাখার অভিযোগে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করার এবং স্বর্ণের বারগুলো চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন