October 22, 2024, 3:12 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

ভারতে ” গো-মানুষের ” হামলায় মুসলিম সম্প্রদায়ের নর-নারী আহত

Image result for ২৪ মে ভারতে গোরক্ষকদের তান্ডব
বিদেশ ডেক্স – সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বচনের ফল বের হতে না হতেই ফের শুরু হয়ে গেল গোরক্ষকদের ( গরুরক্ষাকারীদের ) তাণ্ডব। এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হয় শুধুমাত্র গরু পাচারের অভিযোগে । মধ্যপ্রদেশের সিওনিতে। পুলিশ এক জনকে পরে গ্রেপ্তার করেছে। নিগ্রহকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা ।
নির্যাতিত হওয়াদের কাছ থেকে জানা যায় , তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বিজেপির স্লোগান ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতেও বাধ্য করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারী-সহ তিন মুসলিম। কোনোভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। এককসময় ধরেও ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে । এরপর ওই তিনজনকে গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। পরে তাদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধর করা হয়। ধৃতদের দিয়েই বেধড়ক পেটানো হয় নারীকে। রাস্তায় দাঁড়িয়ে তা দেখতে থাকেন পথচারীরা। তার পরেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে ।
পুরো ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার টুইটে লেখেন, ‘মোদির ভোটাররা এইভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।
আর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভারতের বায়রে পুরো উপমাহাদেশের মানুষের মধ্যে শুরু হইয়েছে প্রতিক্রিয়া । ঘটনা এই ভাবে চলতে থাকলে নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন এই সরকার যে আগের সাম্প্রদায়িক লেবাস পরিধান করবে , তাই অনুমান করছেন বিশ্লেষকরা ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন