December 23, 2024, 8:37 am
অসুস্থ শেষ বয়সের শিক্ষকদের পাশে দাড়িয়েছে চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের (অল ব্যাচ গ্রুপ) প্রাক্তন শিক্ষার্থীরা। বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা এক অনুষ্ঠানের মধ্যমে প্রাক্তন অসুস্থ প্রবীণ শিক্ষকদের চিকিৎসা সহায়তায় ৩ শিক্ষককে নগদ টাকা, ১ টি করে কম্বল, বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন। ৫ ডিসেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পাশে আছি প্রাক্তনেরা স্লোগানে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান ও লেখক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল।
উদ্বোধক ছিলেন প্রাক্তন শিক্ষার্থী ও নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ এসকান্দর আলম।
নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ৯১ ব্যাচের শিক্ষার্থী ব্যবসায়ী লায়ন আহমেদ সৈয়দ এবং মাস্টার মুহাম্মদ হুমায়ুন আলী তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী ডা. জাহাঙ্গীর আলম। সংগঠনের মুল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন কৃষানু বড়ুয়া। শেষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সম্মাননা ও সহায়তা পাওয়া নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সুনিল কান্তি বিশ্বাস, প্রদ্যুৎ সেন, সবুজ কান্তি বড়ুয়া।
অন্যান্যদের মধ্য বক্তব্য দেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন মেম্বার, মুহাম্মদ সেকান্দর, মুহাম্মদ নাসিম উদ্দিন, শিক্ষক শেখর ঘোষ আপন, সুপন বিশ্বাস, এডভোকেট শাহাদাত, মুহাম্মদ নজরুল, মুহাম্মদ সোলেমান, কৃষান বড়ুয়া, ফজল আমিন বাপ্পি, জাহেদ হক, মুহাম্মদ আজিম, মুহাম্মদ সাইফুল, মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ তানভীর, হারুন রশিদ, মহাম্মদ আরমান, রেহানা আকতার রানু, শামীমা আক্তার ডেইজি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল বলেন শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। তাঁরা সবচেয়ে সম্মানিত, আলোকিত এবং ভালো মানুষ। তাই তাঁদের যথাযথ মূল্যায়ণ ও সম্মান দিতে হবে। তাহলে দেশ, সমাজ আলোকিত হবে, এগিয়ে যাবে।