December 23, 2024, 8:03 pm
দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ গত – ১৫/১০/২০২৩ ঢাকা বিমান বন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের সাহসী নির্ভীক অফিসার এস,আই সুনীল সূত্রধর যোগদান করার পর থেকে বিমান বন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইনশৃংখলা পরিস্থিতির চেহারা পাল্টে যায়।
সরজমিনে তাঁর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এলাকায় গেলে দেখা যায় সেখানে মাদক,ছিনতাই ইভটিজিং নাই বললে চলে পরবর্তীতে এস,আই সুনীল সূত্রধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান।
পুলিশে এসেছি সেবার ব্রত নিয়ে সত্যও ন্যায়ের পথে কাজ করে যাবো সব সময় তিনি তাঁর অধিনস্ত সকল অফিসার ফোর্সদের বলেন আমার ফাঁড়ির এলাকায় কোনো মাদক,ছিনতাই, ইভটিজিং চলবে না। আমার ফাঁড়িতে এসে যেনো কোনো নাগরিক হয়রানী শিকার না হয়। সেদিকে আপনারা সব সময় চোখ কান খোলা রাখবেন। আমার ফাঁড়ী এলাকায় কোনো প্রকার অন্যায়ের ছাড় হবে না।