October 23, 2024, 1:24 am

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা হইতে পাঁচ হিজড় গ্রেফতার 

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরাঃ আজ ৬ ই এপ্রিল ঢাকা বিভাগীয় পু‌লিশ ক‌মিশনারের নি‌র্দেশনা মোতাবেক ঢাকা আন্তঃ বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) জনাব মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে , বিশেষ অভিযান পরিচালনা করিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্তর এলাকা থে‌কে চাদাবাজ ও গনউপদ্রবকারী তৃতীয় লিঙ্গের নারী হিজড়া বাবলি (২৪) অপু আক্তার (৩০) রিয়া চক্রবর্তী (১৮), কেয়া মনি (২৪), এবং পুরুষ রানু মন্ডল (১৮), কে গ্রেফতার করা হয়। উক্ত তৃতীয় লি‌ঙ্গের চাদাবাজ ও গনউপদ্রবকারীগন দীর্ঘদিন যাবত জনসাধারণ , বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের নিকট অ‌শ্লিল অঙ্গ ভঙ্গি ক‌রিয়া জোর পূর্বক টাকা আদায় ক‌রিয়া থাকে । টাকা না দি‌লে তাহারা যাত্রী‌দের আত্মীয় স্বজ‌নের সম্ম‌ুখে অ‌শ্লিল কথাবর্তাসহ খারাপ আচরণ ক‌রিয়া থা‌কে। এই তৃতীয় লিঙ্গের ব‌্যক্তি জন সাধারণ ও বি‌দেশগামী ও বি‌দেশ ফেরত যাত্রী‌দের নিকট চাঁদা দাবি করে হয়রানী ও গণপদ্রক করা কা‌লে তাদের গ্রেফতার করে তাদের কে ক্যাপ কোট মাধ্যমে প্রত্যেক আসামীকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন