December 23, 2024, 3:58 am
তামান্না আক্তার: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে প্রাইভেটকারটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ পরিদর্শক মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেড়িয়ে আসেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।