December 23, 2024, 7:54 pm
নিজেস্ব প্রতিনিধী – হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবির অভিযোগে করা মামলায় পুলিশের এ,এস,আই সাদিকুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মূলত পাসপোর্টের ভেরিফিকেশনের সময় এই ঘুষ নেওয়া হয় বলে অভিযোগে জানা যায় ।
২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন ।
সাজাপ্রাপ্ত আসামি সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার সূত্র জানা যায়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান এই এ,এ্স,আই সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রীর কাছে তিনি নিজের নাম আবদুস সালাম এবং পুলিশের এসআই বলে পরিচয় দেন। বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুই হাজার টাকাও দাবি করেন এএসআই সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করে কথা কাটাকাটি করেন।
বৃহস্পতিবার আসামি সাদিকুল ইসলামকে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চাঞ্চল্যকর মহামান্য আদালতের এই আদেশের পর আদালত পাড়া সরব হয়ে উঠে এবং উপস্থিতদের মধ্যে নানান প্রতিক্রিয়া শুরু হয় ।