December 23, 2024, 3:11 am
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানায় গাউসিয়া কমিটি বাংলাদেশ, ইমাম জুনাঈদ বাগদাদী (রঃ) মসজিদ ইউনিট শাখার উদ্যোগে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার আলা হযরত কনফারেন্স জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ বদিউল আলম রেজভী, ড.আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ, সোলাইমান আলী রজভী, মাওলানা মুহাম্মদ জাকির উল-আলম আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ বেলাল রেজী কাদেরী।
করোনাকালে মানবিক কাজে অবদান রাখায় বায়েজিদ মানবিক টিমকে সম্মাননা দেওয়া হয়। কনফারেন্স শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।