December 24, 2024, 5:09 pm
সোহেলরানাবাবু বাগেরহাট প্রতিনিধিঃ“যৌন হয়রানি বন্ধ করি কিশোরী বান্ধব পরিবেশ গড়ে তুলি” শীর্ষক কিশোরী আন্দোলনের ৬ মাস ব্যাপী বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধে প্রচারের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।৮ নভেম্বর সকালে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
৫ টি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান সহ ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিত্ব এনজিও কর্মকর্তা, মিডিয়া কর্মীসহ শতাধিক কিশোরী এতে অংশ নেয়।
এর আগে একটি রেলী শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়। এছাড়া ৫ টি সেচ্ছাসেবী বেসরকারি সংগঠনের সংশ্লিষ্ট বিভাগের কর্যক্রমের উপর একটি স্টল সকলের জন্য প্রদর্শন করা হয়।