December 23, 2024, 2:58 am
সুধীর চন্দ্র দাশ,স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কেন্দ্রীয় শিক্ষক পর্ষদ আয়োজিত মোট ১১ টি গীতাবিদ্যাপীট পরীক্ষা সকাল ১১ টায় ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক শ্রী টিটন কান্তি দাশের মাধ্যমে পরীক্ষা প্রশ্ন ও খাতা বিতরণ হয় সকাল ১০.৩০ মিনিটে খাতা ও প্রশ্নপত্র কর্তব্যরত শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়।
উক্ত পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও চকরিয়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ শ্রী সুধীর চন্দ্র দাশের নেতৃত্বে পরিদর্শন টিমে অংশগ্রহণ করেন- ডুলাহাজারা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী উত্তম কুমার চৌধুরী, চকরিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকতা শ্রী নন্দন পাল, ডুলাহাজারা মেমোরিয়াল খ্রিস্টান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রুনেন্দু দে, চকরিয়া কমার্স কলেজের প্রভাষক বিপ্লব দাশ,
বাংলাদেশ পুলিশের সদস্য প্রবাল চৌধুরী।
বাংলাদেশ সনাতনী সেবক সংঘ’র প্রতিষ্টাতা শ্রী মনোরজ্ঞন দে গণেশ ও কেন্দ্রীয় স্থায়ী পরিষদের মহা সচিব শ্রী নেপাল শীল এর সার্বিক নির্দেশনায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ বৈঞ্চব,ডুলাহাজারা ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শ্রী বিজয় দেব, ডুলাহাজারা ইউনিয়ন শাখার সভাপতি শ্রী সুমন নাথ,সহ সভাপতি শ্রী পলাশ সুশীল, সাধারণ সম্পাদক শ্রী রপন নাথ, ছাত্র- যুব পরিষদের সাধারণ সম্পাদক শ্রী যিশু দে,
শিক্ষক পরিচালনা পর্ষদের শ্রী সঞ্জয় দাশ,শ্রী ঈশান দে,শ্রী কৌশিক দাশ গুপ্ত,শ্রী যজ্ঞেশ্বর দে,
শ্রী নিউটন দেব নাথ,শ্রী অপু দে, শ্রী মিটন দে,
শ্রী রিয়া দে,শ্রী রুমি পাল,শ্রী মমতা দাশ,
শ্রী রিতা দে,
সকাল ১১ টায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় সমাপ্তি হয়।
এতে সর্বমোট ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে শিক্ষক ও বাংলাদেশ সনাতনী সেবক সংঘের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।