December 23, 2024, 7:53 am
সুধীর চন্দ্র দাশ,স্টাফ,কক্সবাজারঃ বাংলাদেশ রেষ্টুরেন্ট মালিক সমিতি চকরিয়া উপজেলা শাখার অভিষেক অনুষ্টান চকরিয়া চিরিংগাস্থ অভিজাত ফুড হেভেন রেষ্টুরেন্ট এ আনুষ্টানিকভাবে সংগঠনের সভাপতি শাহ আজিজের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফিরোজ শাহীর পরিচালনায় ১১ ফেব্রুয়ারী শনিবার রাত ৮ টায় নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি নিয়ে অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়। সভায় উপস্থিত ছিলেন
সভাপতি শাহ আজিজ মন্ডলবাড়ী কটেজ রেস্তোরা, সিনিয়র সহ- সভাপতি মোরশেদুল আলম চৌধুরী রাজভবন রেস্টুরেন্ট, দিদারুল ইসলাম টিটু ফুড হেভেন রেস্টুরেন্ট, মোঃ সরওয়ার এরিস্টো ডাইন রেস্টুরেন্ট, মো: খানে আলম সোনারগাঁও রেস্টুরেন্ট, মোঃ হেলাল খান নিউ সেতারে মদিনা, এস এম এরফানুল হক ভোজনবিলাস রেস্টুরেন্ট, সাধারণ সম্পাদক- ফিরোজ শাহী সোনার বাংলা রেস্টুরেন্ট, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জিলমিল ক্যাফে এন্ড লাউন্স, বোরহান উদ্দিন এবিপি রেস্টুরেন্ট, ইউনুস নবী সিফাতস্বপ্ন ডাইন রেস্টুরেন্ট, মিরাজ উদ্দিন ফুড টার্মিনাল রেস্টুরেন্ট, আরিফ মইন উদ্দিন নিউ রাজ ভবণ এন্ড রেস্টুরেন্ট, শাহ জামাল মা মনি ভাতঘর এন্ড রেস্টুরেন্ট, মোঃ মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক সাম্পান রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল , মোঃ রহিম উদ্দিন দি নিউ কিং রেস্টুরেন্ট, যুগ্ন সাংগঠনিক সম্পাদক , মোঃ সালাউদ্দিন অর্থ সম্পাদক ফুলকলি শোরুম, মোহাম্মদ আলী সহ- অর্থ সম্পদক চকরিয়া ভাতঘর , ওসমান গণি রিপন শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক, আলনূর রেস্টুরেন্ট), মোঃ আব্দুর ছুবুর সহ-শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক আল ঈশান রেস্টুরেন্ট, শারমিন জন্নাত ফেন্সি দপ্তর সম্পাদক ফেন্সি হোম কিচেন, মোহাম্মদ আলমগীর সহ-দপ্তর সম্পাদক নবাব বাড়ী রেস্টুরেন্ট, মোঃ তৌহিদুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক তৈৗহিদ ভাতঘর, রেজাউল করিম প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক ভাতঘর, মফিজুর রহমান সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফুচকাহাট, সাইফ ইকবাল সিমু শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মালাই ফুড্স, মোহাম্মদ সেলিম ক্রীড়া সম্পাদক আল-মদিনা ভাতঘর, তানভির হোসেন রানা, তথ্য প্রযুক্তি সম্পাদক আলহেরা রেস্টুরেন্ট, রফিক আহমদ সওদাগর সমাজ কল্যাণ সম্পাদক শাহ ওমর ফুড, আব্দুল হামিদ সহ- সমাজ কল্যাণ সম্পাদক নিউ আল মদিনা ভাতঘর, দিলিপ কুমার দাশ সদস্য বৈশাখী মিষ্টি ভান্ডার, ও রাজিব কান্তি দে কার্য নিবার্হী সদস্য, রাজিব ভাতঘর। সভায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।