December 25, 2024, 2:06 pm
তামান্না আক্তার হাসি ঃ বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি কতৃক আয়োজিত সংবর্ধনা ও কর্মি সভা ২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপত্বিত করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম ইউনুচ মিয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোকছেদ আলী উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও বিশিষ্ট ব্যাবসাহী ও শিল্পপতি আরব আমিরাত বিশেষ অতিথি জনাব আকরাম হোসেন বাদল বিশিষ্ট রাজনীতিবিদ।
অনুষ্ঠানটি পরিচলনা করেন মোঃ আমিনুল ইসলাম জাকির সাধারণ সম্পাদক,এতে বক্তব্য রাখেন জনাব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল সহ সভাপতি শ্রী রাম চন্দ্র দাস সহ সভাপতি জনাবা হামিদা বেগম যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এস এম আসাদুজ্জামান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।সভাপতি এইচ এম ইউনুচ মিয়া বলেন।
বাংলাদেশ মৎস্যজীবী ও জেলে ফাউন্ডেশন একটি সম্পর্ন অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন এবং সেবামুলক সামাজিক ও পেশাজীবীদের সংগঠন।
বিগত দিন গুলিতে মহামারি করোনার সময় গনপ্রজান্তিক সরকারের মাননীয় প্রথনমন্তী জননেএী শেখ হাসিনা এম পি মহদয়ের আহবানে বসর ব্যাপি মাক্স ও সাস্থ সুরখা সামগ্রি বিতরণ করেছি সংগঠনের সম্বল মত দরিদ্র মানুষের মাঝে খাদ্র সামগ্রী বিতারন করেছি। সরকারের জাতীয় বৃক্ষ রোপন ২০২১ বৃক্ষ প্রেমিক মানুষের মাঝে চারা বিতরণ করেছি।আমি বিশ্বাস করি সংগঠনের মাধ্যমে সরকারের পাশাপাশি মৎস্যজীবী দের আধুনিক মৎস্য চাষে উৎবদ্ধ করে মৎস্য সম্পদ কে বেগমান করে দেশের উন্নয়নে অংশ নিতে পারবো ইনশাআল্লাহ।
বাংলাদেশের বিভিন্ন নদ নদী পলি পরে ভরাট হয়ে যাচেছ। যার কারনে দেশিও ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ বিলিন হয়ে যাচেছ। তাই আজকের এই সভার মাধ্যমে বতর্মান মৎস্য বান্দব সরকারের কাছে যোর দাবী জানাই ড্রেজিং করে নদী বাচাতে হবে এবং মাছের উৎপাদন বারাতে হবে।
যদি নদীতে গভিরতা ফিরে আসে যেমন মাছের উৎপাদন বারবে এবং সরকারের কোষাকরে অর্থনৈতিক সফলতা আসবে মৎস্যজীবীদের অর্থনৈতি মুক্তি পাবে বলে আমার বিশ্বাস।