December 23, 2024, 12:41 pm
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, ২৩শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
আয়োজিত অনুষ্ঠানমালা উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি শ্রী উজ্জ্বল কর, প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বেন্টু দাশ,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি স্বপন শর্মা রনি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি।
জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি শ্রী সাংবাদিক দীপক শর্মা দীপু সাংঘাটনিক সম্পাদক শ্রী মিটন দাশ মিন্টু , সহ উখিয়া উপজেলার নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মিটন পাল, স্বপন দাশ,সমাজ কল্যাণ সম্পাদক সাগর পাল সাজু উপ দপ্তর সম্পাদক শুভ দাশ সহ ডেলিগেট, কাউন্সিলর ও উখিয়া উপজেলার সর্বস্তরের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।