October 22, 2024, 1:31 pm

সংবাদ শিরোনাম :
কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান প্রতি হিংসার শিকার বিএনপি নেতা কবির চৌধুরী  সংবাদ সংগ্রহ করতে হেনস্তার স্বীকার এশিয়ান টিভির স্টাপ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন থানায় অভিযোগ

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।

তামান্না আক্তার হাসিঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনী এর ৩৬ জন বীরযোদ্ধা আজ সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বনানীস্হ নৌ সদরদপ্তর সাগরিকা হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন লেঃ জেনারেল অনিল কুমার লাম্বা (অবঃ)।

এছাড়া উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে ভারতীয় সশস্ত্র বাহিনী দলের নেতৃত্ব দানকারী লেঃ জেনারেল অনিল কুমার লাম্বা (অবঃ) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের বিভিন্ন অবদানের কথা স্মৃতিচারণ করেন।

তাছাড়া তিনি বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।

এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সফরের অংশ হিসেবে উক্ত প্রতিনিধি দলটির বিজয় দিবস উপলক্ষে ১৬ ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন