December 23, 2024, 4:19 pm
তামান্না আক্তার হাসিঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনী এর ৩৬ জন বীরযোদ্ধা আজ সকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বনানীস্হ নৌ সদরদপ্তর সাগরিকা হলে আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় দলের নেতৃত্ব দেন লেঃ জেনারেল অনিল কুমার লাম্বা (অবঃ)।
এছাড়া উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং নৌ সদরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে ভারতীয় সশস্ত্র বাহিনী দলের নেতৃত্ব দানকারী লেঃ জেনারেল অনিল কুমার লাম্বা (অবঃ) ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় যোদ্ধাদের বিভিন্ন অবদানের কথা স্মৃতিচারণ করেন।
তাছাড়া তিনি বাংলাদেশ ও ভারত বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে ভারতীয় প্রতিনিধি দলটি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সফরের অংশ হিসেবে উক্ত প্রতিনিধি দলটির বিজয় দিবস উপলক্ষে ১৬ ই ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।