October 26, 2024, 2:31 am

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গরীব ও দুঃস্থদের মাঝে ইফতারী বিতরণ।

শাহীনঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫বিজিবি)-এর উদ্যোগে ধানমন্ডি আবাহনী মাঠে ৫ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারী বিতরণ করা হয়েছে। এসময় ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি, উপঅধিনায়ক মেজর মাহবুবুর রহমান এবং ঢাকা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।

ইফতারী বিতরণকালে অধিনায়ক বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সবাইকে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সাথে একাত্মতা পোষণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিলখানায় অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করে সারাদেশে মাসব্যাপী ইফতারী বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বিজিবি আজ ধানমন্ডির আবাহনী মাঠে ৫ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই মহতী উদ্যোগ শুধু আজই নয়, সারা রমজান মাসব্যাপী চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন