December 23, 2024, 5:41 pm
সাইফুল্লাহ নাসির,আমতলী,বরগুনাঃ বরগুনা জেলার পেশাদার রিপোর্টারদের সংগঠন বরগুনা রিপোর্টার্স ইউনিটি’র নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর’২৩) বিকেলে বরগুনা রিপোর্টার্স ইউনিটির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুল আলম মান্নুর সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি রুদ্র রুহানের সঞ্চালনায় নতুন ভবনের উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম । এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম,বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা,বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,কাস্টমস এর অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মোঃ নুরুল ইসলাম,বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইফুল্লাহ নাসির সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
একই সাথে ২০২৪ সালের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এক বছর মেয়াদি কমিটির সভাপতি মাহবুবুল আলম মান্নু (জেলা প্রতিনিধি দৈনিক আমাদের সময়) ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জেলা প্রতিনিধি এশিয়ান টিভি)।
প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রসাশক মোহাঃ রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক হলো জাতির বিবেক ও সমাজের আয়না তাই সংবাদ পরিবেশনের পূর্বে ভালোভাবে তথ্য প্রমাণ যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।