December 25, 2024, 2:39 pm
তামান্না আক্তার হাসিঃ পূর্নবাসন না করে নির্বিচারে হকার উচ্ছেদ করার প্রতিবাদে ফের উত্তরায় বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরুদ্ধ করেছেন কয়েক হাজার হকার।
শনিবার সকাল ১১ টায় দিকে হকাররা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ করে রাস্তায় বসে পরেন। এর আগে গত ডিসেম্বর মাসের দুই তারিখে হকারা আন্দোলন করেন। পরে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান হকারদের তিন দিনের মধ্যে সমাধান করে দিবে বলে আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা চলে যান। আন্দোলনরত হকার নেতা রাসেল দূর্নীতি রিপোর্ট ২৪.কমকে জানান, এমপি তিন দিনের সময় দিয়ে আশ্বাস দিলে আমরা চলে যাই কিন্তু তিনি কোন সমাধান করনি। তাই আমরা পেটের তাগিদে ফের রাস্তায় নেমেছি।
শনিবার সকাল ১১টায় উত্তরা রাজলক্ষ্মীর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে এ বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার হকাররা।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ- ঢাকা মহাসড়ক পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশের প্রায় ১০ কিলোমিটার সড়কে যানযটের সৃষ্টি হয়।
দুপুর একটার দিকে ঢাকা ১৮ আসনের এমপি মহাদয় এসে হকারদের সাত দিনের মধ্য একটা ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত করে দেয় হকাররা, পরে স্বাভাবিক হয় যান চলাচল।