October 22, 2024, 11:25 pm

সংবাদ শিরোনাম :
খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো  ঋণখেলাপি তারেক চৌধুরী অপকর্মের শেষ কোথায়।অবৈধ ক্ষমতার দাপটে গড়ে তুলেছেন ক্যাডার বাহিনি বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মী গ্রেফতার, ৩১ ভরি স্বর্ণালংকার উদ্ধার পূজামণ্ডপ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান

ফুটপাত থেকে হাকার উচ্ছেদ এবং পূর্নবাসনের দাবিতে উত্তরায় ফের বিক্ষোভ করছেন হকাররা।

তামান্না আক্তার হাসিঃ পূর্নবাসন না করে নির্বিচারে হকার উচ্ছেদ করার প্রতিবাদে ফের উত্তরায় বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরুদ্ধ করেছেন কয়েক হাজার হকার।

শনিবার সকাল ১১ টায় দিকে হকাররা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ করে রাস্তায় বসে পরেন। এর আগে গত ডিসেম্বর মাসের দুই তারিখে হকারা আন্দোলন করেন। পরে ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান হকারদের তিন দিনের মধ্যে সমাধান করে দিবে বলে আশ্বাস দিলে আন্দোলনরত হকাররা চলে যান। আন্দোলনরত হকার নেতা রাসেল দূর্নীতি রিপোর্ট ২৪.কমকে জানান, এমপি তিন দিনের সময় দিয়ে আশ্বাস দিলে আমরা চলে যাই কিন্তু তিনি কোন সমাধান করনি। তাই আমরা পেটের তাগিদে ফের রাস্তায় নেমেছি।

শনিবার সকাল ১১টায় উত্তরা রাজলক্ষ্মীর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ করে এ বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার হকাররা।

এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ- ঢাকা মহাসড়ক পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশের প্রায় ১০ কিলোমিটার সড়কে যানযটের সৃষ্টি হয়।

দুপুর একটার দিকে ঢাকা ১৮ আসনের এমপি মহাদয় এসে হকারদের সাত দিনের মধ্য একটা ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত করে দেয় হকাররা, পরে স্বাভাবিক হয় যান চলাচল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন