December 23, 2024, 7:48 pm
শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত নতুন মূল্য কার্যকর হওয়ার কথা থাকলেও তার দুই ঘণ্টা আগে থেকেই পঞ্চগড়ের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তেলের মজুদ থাকলেও সব কার্যক্রম বন্ধ রেখে ফিলিং স্টেশনের মালিক ও কর্মচারীরা সটকে পড়েন।
এদিকে তেলের দাম বৃদ্ধির খবর শুনে পঞ্চগড় জেলা শহরের করতোয়া, কাঞ্চনজঙ্ঘা, এসবিসহ সব ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে গাড়ি চালকদের ভিড় মারাত্মক আকার ধারণ করে। কিন্তু কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেই তাদের ভাগ্যে মিলেনি কোন তেল।