December 23, 2024, 12:18 pm
সারাদশে ডস্কে ।।
ফিজিতে গ্রীস্মমন্ডলীয় ঘূর্ণিঝড় টিনোর আঘাতে দু’জন নিখোঁজ রয়েছে এবং দু’ হাজারেরও বেশি লোক জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে শনিবার ক্যাটাগরি-২ ঝড়ে পরিণত হয়ে টঙ্গার দিকে অগ্রসর হচ্ছে। খবর এএফপি’র।
ফিজি আবহাওয়া সংস্থা জানায়, টিনোর ফলে সৃষ্ট দমকা হাওয়া ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বেগে বয়ে যায়। এতে অনেক এলাকা লন্ডভন্ড হয়ে গেছে এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।ফিজির উত্তরাঞ্চলে সরকারের এক সিনিয়র কর্মকর্তা উরাইয়া রাইনিমা জানান, ঝড়ের কারণে প্রায় ২ হাজার ৬শ’ লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বাসায় ফিরে যাওয়ার আগে শনিবার তাদের ঘরবাড়ির খোঁজ-খবর নেয়া হচ্ছে। তবে প্রথমে যে ক্ষয়ক্ষতির আশংকা করা হয়েছিল বাস্তবে সে রকম ঘটেনি বলে রাইনিমা মনে করেন।ঝড়টি টঙ্গার দিকে ধেয়ে আসতে থাকায় ইতোমধ্যে এ এর প্রভাবে সেখানে প্রবল বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়টি রাতে টঙ্গায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।