December 23, 2024, 12:59 pm
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের দুলামিঞা ড্রাইভারের বাড়ির সংযোগ সড়কে আরসিসি ঢালাই দ্বারা নির্মাণ কাজ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার ৩রা নভেম্বর ফতেপুর ইউপি সদস্য মোহাম্মদ মাসুদ রানার তত্ত্বাবধানে এই সড়কে আর সি সি ঢালাই দ্বারা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
বর্ষা মৌসুমে কাদামাটির কারণে যেখানে বাড়ী থেকে পায়ে হেটে বের হওয়া দুষ্কর ছিলে সেখানে গাড়ী বা রোগী নিয়ে ডাক্তারের কাছে যাওয়া কোনমতে সম্ভব ছিলনা, এই সবকিছুর বিষয়াদি আমলে নিয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক সড়কটিতে আরসিসি ঢালাই এর মধ্য দিয়ে দুলামিয়া ড্রাইভার এর বাড়ির বাসিন্দাদের দুর্দশার অবসান ঘটিয়েছেন বলে জানান উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উৎসবমুখর পরিবেশে সড়কের নির্মাণ কাজ দেখে খুশি হয়ে সকলে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শামীম ও ফতেপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মান্নান, মোহাম্মদ সরোয়ার, মোঃ আলাউদ্দিন প্রমুখ।