December 22, 2024, 5:28 pm
পরেশ দেবনাথঃ তরিকুল ইসলাম ছিলেন দক্ষিণ বঙ্গের লৌহ মানব। তিনি কখনো নিজের কথা ভাবেননি। সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি যশোরের উন্নয়নের কারিগর ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁকে খুলনা বিভাগের বিএনপির দায়িত্ব দিয়েছিলেন। তাঁর কারণে দক্ষিণ বঙ্গে বিএনপি একটি শক্তিশালী দলে পরিণত হয়েছিল। তিনি (১৬ নভেম্বর ১৯৪৬ – ৪ নভেম্বর ২০১৮) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাংবাদিক। তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
সোমবার (৪ নভেম্বর-২৪) বিকেলে যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস-এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক। এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, থানা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামছুল আলম বুলুবুল, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ প্রমূখ। সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, মাওলানা খলিলুর রহমান। এ সময় থানা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।