December 25, 2024, 3:08 pm
নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জনের মাধ্যমে ৫ম বারের মতো সরকার গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অটোমোবাইলস এসেম্বলারস এন্ড ম্যানুফেচারারস এসোসিয়েশন ( BAAMA) এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ
শনিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা জানান।মাতলুব আহমেদ বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দল হিসেবে আওয়ামী লীগ যেমন সুসংগঠিত, তেমনি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। অনেক আত্মত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বের একজন বলিষ্ঠ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
কিভাবে একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তা সবাইকে দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নারী শিক্ষার বিকাশ ও উদ্যোক্তা তৈরিতে অসামান্য রেখে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।