December 23, 2024, 8:40 am
ডেক্স নিউজ – তানভীর তারেকের সংগীত পরিচালনায় ” নষ্ট আমি ” শিরিনামের একটি গানের মডেল হচ্ছেন ঢালিউডের খল অভিনেতা শিমূল খান । গানটির কন্ঠ দিয়েছেন রুবেল ।
গানের মডেল হওয়া শিমূলের পুরোনো শখ । যা পূরণ হচ্ছে এই মিউজিক ভিডিওর আরেক তরুণ নির্মাতা্ রাফির হাত ধরে । শিমূল জানান, ” এই প্রথম আমি চলচ্চিত্রের গানের বায়রে , একটি অন্য রকম কাজে অংশ নিচ্ছি । মাঝে মাঝে ভিন্নমাত্রায় অংশ নিয়ে নিজেকে জাগিয়ে রাখতে চাই । তিনি আরো বলেন , তরুণ এই কম্পোজার এবং নির্মাতা জুটির হাতে ভালো কিছুই হবে আশা করি । ”
প্রযোজনা সূত্রে জানা যায় , গানটির শূটিং হবে আগামী কয়েকদিন ঢাকার আশ-পাশে ।