December 22, 2024, 10:19 pm
শুক্রবার বাংলাদেশে মুক্তি পেয়েছে পাঠান। প্রায় ৫২ বছর পর কোনও ভারতীয় হিন্দি সিনেমা মুক্তি পেল বাংলাদেশে। স্বাভাবিক ভাবেই এই ছবি ঘিরে উৎসাহ ছিল দেশের দর্শকদের।
চলতি বছরের ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত এই ছবি। প্রায় ১০০০ কোটির টাকার ব্যবসা করে সারা বিশ্বে। ভারতে মুক্তি পাওয়ার সময় বহু বাংলাদেশি দর্শক শাহরুখের ‘পাঠান’ দেখতে যান ভারতে। এ বার দেশে মুক্তি পেল এই ছবি। প্রথম দিন বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পাঠান’। টিকিট অগ্রিম বুকিংয়ের দিকে ব্যাপক সাড়া পান ছবির পরিবেশকরা। মুক্তির পরের দু’দিনের সব টিকিট প্রায় বিক্রি হয়ে গিয়েছে। শোগুলিও ছিল হাউসফুল।
শুক্রবার মুক্তি পাওয়ার পর সবে এক দিন পেরিয়েছে। প্রথম দিনেই বাংলাদেশি মুদ্রায় এই ছবি আয় করেছে প্রায় ২৫ লাখ টাকা। ভারতীয় মুদ্রায় সেই সংখ্যা দাঁড়ায় ১৯ লক্ষ টাকা। সিনেমা বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বক্স অফিসে সাড়া ফেলবে এই ছবি। -আনন্দবাজার