December 22, 2024, 10:42 pm
নিজস্ব প্রতিবেদকঃ প্রতিহিংসাপরায়ণ হয়ে তুরাগের বিএনপি নেতা কবির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
গত ৯ অক্টোবর একটি জাতীয় পত্রিকার প্রিন্ট ভার্সনে একটি সংবাদ প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে সুদের টাকার জন্য হোটেল বন্ধ করে দিয়েছে কবির চৌধুরী। মূলত পাওনা টাকা না দেয়ার কারণে ভাই ভাই হোটেলের মালিক জাকির হোসেনের হোটেল বন্ধ করে দেয় কবির।
এই ঘটনায় জাকির বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে দুই পক্ষের সমঝোতায় আপস রফা হলেও উদ্দেশ্য প্রণোদিত কারণে বিষয়টি পত্রিকার সংবাদ আকারে প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক।
এই সংবাদ প্রকাশের কারণে কবির চৌধুরীর সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সম্মানহানি হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। পাওনা টাকা চাইতে গিয়ে এমন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। পরে বিষয়টি উভয় পক্ষের সমজোতা হলেও অদৃশ্য কারণে একটি কুচক্রী মহল কবির চৌধুরীরকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে হেয় করতে এই সংবাদটি প্রকাশ করায় বলে দাবি করেছেন তিনি।