December 22, 2024, 11:00 pm
রোজ রাতে যৌন সঙ্গমে লিপ্ত হতেন এমজে!
পপ সম্রাট মাইকেল জ্যাকশনের যৌন জীবন নিয়ে তাঁর জীবদশায় যতটা না উৎসাহ ছিল বিশ্বজুড়ে, সেই উৎসাহে একটুও ভাটা পড়েনি তাঁর প্রয়াণের পরেও৷ তাই তো মাইকেল জ্যাকশনের নিরপত্তা রক্ষী জেভন বিয়ার্ডের লেখা বই ‘রিমেম্বর দ্য টাইম: প্রোটেক্টিং মাইকেল জ্যাকশন ইন হিস ফাইনাল ডে’তেও উঠে এল তাঁর যৌন জীবনের নতুন দিকের কথা৷
পড়ুন আরও- বিদেশী মহিলাদের কল গার্ল হিসাবে ব্যবহার করে চলছে সেক্স-র্যাকেট
নিরাপত্তারক্ষী জেভন জানিয়েছেন, ‘মাইকেল সমকামী নয়, এমনকি বাচ্চাদের সঙ্গে মাইকেল কখনই যৌনতায় লিপ্ত হয়নি৷ মাইকেলের সম্পর্কে এই ধারণা একেবারেই ভ্রান্ত৷’ জেভন আরও বলেন, ‘মাইকেলের নারীর প্রতি আসক্তি ছিল একটু বেশিই৷ তাই রোজ রাতেই আলাদা আলাদা মেয়ের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হতেন মাইকেল৷ আর সেই মেয়ে জোগানোর কাজ আমার উপরই পড়ত৷ মাইকেল আমাকে খুব বিশ্বাস করত৷ ফর্সা মেয়েদের প্রতি মাইকেল একটু বেশিই দুর্বল ছিলেন৷ মাইকেলের পছন্দ ছিল টিনএজ মেয়ে৷’