December 25, 2024, 2:34 pm
ডেক্সঃ গত ২৯/১২/২০২১ইং তারিখে দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার অনলাইন পোর্টালে “ উত্তরা প্রেসক্লাবের কার্যকরি সদস্য-০১ পদ থেকে শিমুলী আক্তার নীলু‘কে বহিষ্কার” শির্ষক শিরোনামে একটি সংবাদ রাত্র প্রায় ২:৩০ ঘটিকার সময় ফেসবুকে দেখতে পাই। তার পরে “সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজীর অভিযোগে নিলুকে উত্তরা প্রেসক্লাব থকে বহিষ্কার” শির্ষক শিরোনামে সংবাদটি দৈনিক আজকের অগ্রবানী ও দৈনিক মাতৃভূমী পত্রিকার অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। আমি উক্ত সংবাদ প্রচারকে তিব্র নিন্দা ও ঘৃণারসাথে প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ প্রচারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ এই উক্তিটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীণ এবং উদ্দেশ্য প্রনোদিত। ততসঙ্গে উত্তরা প্রেসক্লাব থেকে বহিষ্কার এটাও ষড়যন্ত্রমূলক প্রদক্ষেপ।
বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য প্রদান প্রস্তাব করার কারনে সভাপতিসহ তার সমর্থিত সদস্যদের আমার প্রস্তাব বয়কট করার প্রতিবাদ করি,এবং আগামী ১লা জানুয়ারী ২০২২ইং অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে দাওয়াত কার্ড দিয়ে চাঁদাবাজীর সমর্থন না করায় উত্তরা প্রেসক্লাব থেকে ১নং কার্যকরি সদস্য পদ থেকে বহিষ্কার করে। আমি উক্ত সংবাদ ও প্রেসক্লাবের ঘৃন্য বিনা জবাব দিহিতায় বহিষ্কারের পদক্ষেপকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
শিমুলী আক্তার নীলু,বিশেষ প্রতিনিধি, দৈনিক মুক্ত খবর,মোবাইল : ০১৬৭৬-৮৬৯৫৮০১