December 23, 2024, 2:53 am

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

পুলিশের এ এস আই বলে , ” একদম চুপ কোন কথা বলবি না “

ডেক্স নিউজ – ২৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিক পরিচয় দেওয়ায় নির্যাতনের শিকার কিরণ শেখ । তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশে জার্নালের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন ।

নির্যাতিত সাংবাদিক কিরণ শেখ বলেন, পূর্বঘোষিত বিএনপির কালো পতাকা পদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে নয়াপল্টন কার্যালয়ের সামনে আসা মাত্রই এ,এ্‌আই ওবায়দুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে চারদিক থেকে ঘিরে ফেলে । এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি তার অফিসের আইডি কার্ড প্রদর্শন করেন । এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করে কিরণকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। শার্ট টেনে মাটি থেকে তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে ।
‘তাঁকে কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে আবারো গালে থাপ্পর মেরে বলে হয়, একদম চুপ কোন কথা বলবি না,’ বলেন কিরণ শেখ ।
এই ঘটনার পর নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত কয়েকজন গণমাধ্যমকর্মী পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে দৃষ্টি আকষণ করলে তারা দুঃখপ্রকাশ করেন ।
পুলিশের মতিঝিল জোনের এডি‌সি আরিফুল ইসলাম বলেন, ‘যখন কোন কর্মসূচিকে ঘিরে পুলিশ মুভমেন্টে যায় সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে । মুভমেন্ট চলাকালে অপ্রত্যাশিত ঘটনা যতদূর সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করি । তারপরও কিছু ঘটনা ঘটে যায় । কিন্তু আজকে কিরণ শেখ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও যে ঘটনা ঘটেছে এটা অপ্রত্যাশিত । আমরা দুঃখ প্রকাশ করছি । আমাদের ‌এডিসি স্যারও সরি বলেছেন ।’
কিরণ শেখের ওপর নির্যাতন চালানো ছাড়াও দৈনিক সমকালের রি‌পোর্টার কামরুল হাসান‌কে আটক করে পুলিশ । তবে গণমাধ্যমকর্মী‌দের প্র‌তিবা‌দের মু‌খে পরে তা‌কে ছে‌ড়ে দেয় ।

উক্ত ঘটনার পরিপেক্ষিতে সাংবাদিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । প্রায় সবায় এই ঘটনার সুষ্ঠ বিচার এবং শাস্তি দাবী করেন ।

ছবি – নেট

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন