December 23, 2024, 3:13 am
মনির হোসেন জীবনঃ রাজধানী পুরান ঢাকার একটি জুতা তৈরি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আজ সকাল ৯ টা ৫২ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণ আনে।
আজ সোমবার সকালে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকাল ৯ টা ২০ মিনিটের সময় পুরান ঢাকার ৪৮ আবুল খয়রাত রোড, মাহুতটুলি, তারা মসজিদের পাশে এক তলা ভবনের নিচতলায় একটি জুতা তৈরি কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে ৩ টি ইউনিট ও লালবাগ থেকে ২ টি ইউনিট সহ মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে সকাল ৯ টা ৫২ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া য়ায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।