December 22, 2024, 10:20 pm
নিজস্ব প্রতিনিধিঃ পালায় না বলো পালিয়ে গেছেন বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, এই দেশ নাকি তার বাবার দেশ, তাহলে এই দেশের মানুষ কি তার ভাই নয়? বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোস্তফা জামান। আজ বৃহস্পতিবার উত্তরা ১১ নং সেক্টরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে পথ সবাই তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,আসলে শেখ হাসিনা তার ক্ষমতাটাই চেয়েছেন মানুষের ভাগ্য বদলাতে চাননি, তাই কোটি মানুষের ক্ষতি সাধন করে লক্ষ্য জনতার রক্তের উপর দিয়ে দেশের যে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসী তা প্রতিহত করেছে।
পথসভায় আরো উপস্থিত ও সদ্য বিদায়ী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, তুরাগ থানা বিএনপি নেতা আব্দুস সালাম, পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ডালি। লিফলেট বিতরণ ও পথসভায় উত্তরা পূর্ব পশ্চিম ও তুরাগ থানা জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথমে শোনার ঘর জনপদ সড়কের দুই পাশে ১১ ১৩ নং সেক্টরে বিভিন্ন দোকানপাটে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, পরে উত্তরা স্কয়ারের অপজিটে রাজউকের একটি পরিত্যক্ত প্লটে পথশভা করেন। উক্ত পথসভাটি শত শত মানুষের উপস্থিতিতে মুখরিত হয়।