December 23, 2024, 8:31 pm
আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মরু অঞ্চলে প্রবল বর্ষণের সময় সৃষ্ট বজ্রপাতের ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও অনেকে। খবর ‘দ্য হেরাল্ড’।
জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সারা দিনই সিন্ধু প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এ সময় বিভিন্ন এলাকায় বজ্রপাতের ফলে ২৭ জনের প্রাণহানি ঘটেছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বুধবার রাত থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জনেরও বেশি আহত মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইতোমধ্যে মিঠি, চাচি, রাম সিংষড় গ্রাম, ইসলামকোট ও নাগারপারকা এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
এ দিকে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। যা ভারী বৃষ্টিপাতের পেছনে অন্যতম কারণ।