December 22, 2024, 5:17 pm
আবু সাইদঃ খুলনার পাইকগাছার শিববাটী ব্রীজের বহুলালোচিত টোল মুক্ত’র দাবিতে ফের কঠোর অবস্থানে শিক্ষার্থীরা। পূর্বের ন্যায় শনিবার সকালেও ব্রীজ এলাকায় অবস্থান নিয়ে টোল মুক্তির দাবি জানায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
এসময় ব্রীজের দু’ পাশে রীতিমত যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সাথে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এর আগে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তারা শিববাটি ব্রীজের টোল ঘর ভাংচুর ও টোল আদায় বন্ধ করে দেয়।
এতে ছাত্রদের প্রতি সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেন জনপদের সাধারণ মানুষ। এসময় তারা স্থায়ী টোল আদায় বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সেই থেকে বেশ কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি ইজারাদারের পক্ষে ফের টোল আদায় শুরু হয়। এতে ব্রীজের উপর দিয়ে চলাচলকারী জনপদের সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।