December 23, 2024, 3:18 pm
পরেশ দেবনাথঃ “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর উদ্ভোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের।
রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক আব্দুস সাত্তার পাড়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল, মাহাবুবর রহমান, অনুকূল চন্দ্র মণ্ডল, সুকান্ত মল্লিক, জ্যেষ্ঠ প্রভাষক এসএম শাহাজাহান, প্রদর্শক আলী আব্বাস, সুব্রত বসু, গ্রন্থগারিক তাপস বিশ্বাস, প্রমূখ। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজের শিক্ষকরা নবীন বরণ অনুষ্ঠান শেষে উদ্ভোধনী ক্লাসের আয়োজন করেন। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজে যেন একটা মিলনমেলায় পরিণত হয়ে উঠলো। আনন্দ-উৎফুল্লতায় ভরে উঠলো কলেজ ক্যাম্পাসটি। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।