December 23, 2024, 3:07 am
প্রতিনিধি – ফেসবুক পোষ্টের মাধ্যমে গুজব ছড়ানো ভোলা জেলার সহিদ হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে । আটক সহিদ ফেসবুক পোস্ট, ম্যাসেঞ্জার এবং ফোন কলের মাধ্যমে গুজব ছড়াতে থাকে । তার ভাষ্য পদ্মা বহুমূখী সেতুর জন্য মানুষের মাথা কেটে দেওয়া হচ্ছে । এই সময় পুলিশ একটি শ্মার্ট ফোন জব্দ করে ।
ভোলা জেলা পুলিশ জানায় , সহিদুলকে ধরতে কয়েকদিন যাবত চেষ্টা করা হচ্ছিল । তার ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে গ্রেফতার বিলম্ব হয় । পুলিশের ধারণা এই কাজে তাকে কেউ কেউ সাহায্য করতে পারে বলে অনুমান করা হচ্ছে ।
মূলত কয়েকদিন যাবত ফেসবুকে ছড়ানো গুজব থেকে জানা যায় , মানুষের কাটা মাথা চায় পদ্মা সেতু । যার পরিপ্রেক্ষিতে সেতু কতৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারী করে সকলকে সতর্ক করে । সাথে সাথে পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে । এবং গুজব ছড়ানোর দায়ে আব্দুল সহিদ হাওলাদারকে আটক করে । আরো কে বা কারা জড়িত তাদের বিষয়ে গোপন রেখে অভিযান অব্যহত রেখেছে পুলিশ । আটক আব্দুল সহিদ হাওলাদার ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মোঃপুর গ্রামের বাসিন্দা মোঃ আলী হাওলাদারের ছেলে ।
ছবি – সংগ্রহীত