December 23, 2024, 8:30 am
ডেস্ক নিউজ- সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ চলতি বছর অস্কারে সর্বোচ্চ ১৩টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে যুক্তরাষ্ট্রের কল্পকাহিনী ভিত্তিক চলচ্চিত্র ‘দ্য শেপ অব ওয়াটার’। বাফটা অ্যাওয়ার্ডেও সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেত্রীসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবিটি।
মঙ্গলবার ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনীত ছবি, কলাকুশলীদের নাম ঘোষণা করা হয়।’দ্য শেপ অব ওয়াটার’র পাশাপাশি সেরা ছবির ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে কল মি বাই ইওর নেম, ডার্কেস্ট হাওয়ার, ডানকার্ক, গেট আউট, লেডি বার্ড, ফান্টম থ্রেড। সেরা পরিচালক বিভাগে গিজেরমো দেল তোরো, ক্রিস্টোফার নোলান, গ্রেটা গারউইগ, পল থমাস অ্যান্ডারসন।
‘দ্য শেপ অব ওয়াটার’
সেরা অভিনেত্রী বিভাগে স্যালি হকিনস, ফ্রান্স ম্যাকডোরম্যান্ড, মারগট রবি, মেরিল স্ট্রিপ, সাবিরসে রোনান। সেরা অভিনেতা বিভাগে টিমোথি চালামেট, ড্যানিয়েল ডে-লুইস, ড্যানিয়েল কালুইয়া, গ্যারি ওল্ডম্যান, ডেনজেল ওয়াশিংটন মনোনয়ন পেয়েছেন।
দ্য শেপ অব ওয়াটারের পাশাপাশি এবার সেরা সম্পাদনা ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে ‘বেবি ড্রাইভার’, ‘ডানকার্ক’, ‘আই, তোনিয়া’, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি।’
এবার উপস্থাপক হিসেবে অস্কারে ফিরছেন জিমি কিমেল। ৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে পুরস্কার ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি।
সূত্র: হলিউড রিপোর্টার