December 22, 2024, 5:09 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

‘দুষ্টু কোকিল’ নিয়ে যে কথা হচ্ছে নেট–দুনিয়ায়

এটা বাংলাদেশের কোনো সিনেমার গান, বিশ্বাসই করতে পারছি না। সত্যিই অসাধারণ হয়েছে।’ পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গান শুনে লিখেছেন এক দর্শক।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার জনপ্রিয় গায়িকা কনা ও পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। গানের কথা ও সুরও করেছেন আকাশ।

২০ জুন চরকি, এসভিএফের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশের পর লুফে নিয়েছেন দর্শকেরা। বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে তালিকার শীর্ষে রয়েছে ‘দুষ্টু কোকিল’।
প্রকাশের মাত্র তিন দিনে চরকির ইউটিউব চ্যানেলে ৯৫ লাখের বেশিবার দেখা হয়েছে। এসভিএফের চ্যানেলে ৪৫ লাখেও বেশিরবার দেখা হয়েছে। ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতার শ্রোতাদের মাঝেও সাড়া ফেলেছে গানটি।

‘দুষ্টু কোকিল’ শুনে রুবিনা রুবিস নামের এক দর্শক লিখেছেন, ‘কনা দুর্দান্ত গেয়েছে। ভয়েসটা কী অসাধারণ লাগল। আমি তো গানটার সুর আর কনার কণ্ঠের জন্য শুনছি। পরিবেশনায় মিমিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সবাই ভালো করেছে।’
আবু সাইদ নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘গানটা আমি অনেকবার শুনলাম। গানটা দারুণ লেগেছে।’
এর আগে সিনেমার ট্রেলারে ‘দুষ্টু কোকিল’ গানের অংশবিশেষ ছিল। তখন থেকেই গানটি আগ্রহ তৈরি করেছিল। গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিংয়ে চলে আসবে, তা অনেকটা অনুমেয় ছিল।

‘তুফান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।
ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড। ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন