October 26, 2024, 4:31 am

সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ খান বিএনপি’র ভিন্ন রকম ক্যাম্পেন  শেখ হাসিনাকে ৫৭ বার ফাঁসি দিলেও ক্ষতি পূরণ হবে না: সেলিম উদ্দিন। টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সভায় আ’লীগ নেতাসহ ৯ জনের সদস্যপদ বাতিল পাইকগাছায় ঘুর্ণিঝড় ডানার প্রভাবে অসহায় দিনমজুর সহিলের মাথা গোজার ঠাইটুকু হারিয়ে ফেলেছে খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদির সাথে মারামারি ৭ম আন্তর্জাতিক Flight Safety Seminar 2024 এর সমাপনী অনুষ্ঠান বিগত ১ বছরে দুবার ঝড়ে কপাল পোড়েছে কয়রা বাসির দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত

দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারীর প্রকাশ্য মাদকসেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মচারীর ১৫/০১/২০২৩ ইং তারিখে প্রকাশ্য দিবালোকে মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে

প্রকাশ্য দিবালোকে মাদক সাবানের ভিডিওটি ঐ ব্যক্তির হচ্ছে শিক্ষা বোর্ডের বিদ্যালয় অনুমোদন শাখার উচ্চমান সহকারী পদে কর্মরত হারুন অর রশিদ

ভিডিও চিত্রের খোঁজ নিয়ে জানা গেছে, অফিস চলাকালীন অধিকাংশ সময় শিক্ষা বোর্ড সংলগ্ন গোপালগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে এবং শিক্ষা বোর্ডের আশে পাশে নিয়মিত ফেন্সিডিল সেবন করে আসছে ঐ কর্মচারী।

শুধু মাদক সেবন নয় তার দপ্তরে চা খরচ না দিলে কোন ফাইল নড়ে না বলে অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও কাছ থেকে কোন আর্থিক সুবিধা নেই নাই। এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমার শাস্তি হবে। প্রকাশ্য মাদক সেবনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভিডিওটা সঠিক তবে অফিস চলাকালীন না। আমার বন্ধুরা শত্রুতা করে এমন ভিডিও করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম বলেন, হারুনের মাদকের ভিডিওটা আমিও দেখেছি। আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি অফিসে বসে তো মাদক সেবন করি নাই বা অফিস টাইমেও করি নাই। তাই এই বিষয়ে আমি কোন জবাবদিহি করব না। এই কথা শুনে আমি আর কিছু বলি নাই তাকে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ কামরুল ইসলাম বলেন, মাদক সেবনের বিষয়টি আমি জানি না। তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জনের কাছে জানতে পেরে তাকে ডেকে সর্তক করে দিয়েছি। তার পরো আমাদের কোন কর্মচারী যদি মাদক সেবনের সাথে জড়িত থাকে তাহলে অব্যশই বিষয়টি আমরা দেখব। আর্থিক লেনদেনের বিষয়ে তিনি বলেন, অভিযোগ পেলে গুরুত্বসহকারে দেখা হবে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন