December 25, 2024, 5:52 pm
ডেক্স নিউজ – ৯-ই ফেব্রুয়ারী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী দিনে দুই কোরিয়ার অ্যাথলেটরা একই পতাকা নিয়ে একসঙ্গে মার্চ করবেন ।দক্ষিণ কোরিয়ায় এ অলিম্পিক শুরু হচ্ছে।। অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখছে পিয়ংইয়ং।
সোমবার অ্যাথলেটদের ফেরিতে করে উত্তর কোরিয়ায় পাঠানোর প্রস্তাব করে উত্তর কোরিয়া। এই প্রতিনিধি দল প্রেরণের জন্য দক্ষিণ কোরিয়ার ছাড়ের প্রয়োজন হবে। ইতিমধ্যে একজন সরকারী কর্মকর্তার নেতৃত্বে যাচ্ছে এই দলটি । কারণ ২০১০ সালের পর থেকে দক্ষিণে অ্যাথলেট পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সিউল।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র টায় হিওন এক সংবাদ সম্মেলনে বলেছেন, অলিম্পিককে সুচারুরূপে আয়োজন করতে আমরা তাদের অনুমতি দেয়ার কথা চিন্তা করছি। এর আগে গত শনিবার দুই কোরিয়ার ঐক্যবদ্ধ হকি দল রবিবার প্রথম ম্যাচ খেলে । যদিও তার ফলাফল সুইডেনের কাছে ৩-১ গোলে্র হার ।
সূত্র -বিবিসি।