December 24, 2024, 12:50 pm
তাছলিমা তমাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল এর কাজ ৯৭% সম্পন্ন হয়েছে, এ বছরের শেষের দিকে সম্পূর্ণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান,
আজ দুপুরে থার্ড টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বিমানবন্দর থার্ড টার্মিনাল এর শৈল্পিক সৌন্দর্য আন্তর্জাতিক মানের , এ সৌন্দর্য ধরে রাখার জন্য সব সময় নজর রাখতে হবে।
তিনি আরো বলেন, আগের তুলনায় বিমানবন্দরে যাত্রী সেবার মান বৃদ্ধি পেয়েছে, আমরা চাই যাত্রী সেরার মান ১০০% নিশ্চিত করতে।
সাংবাদিকদের সাথে কথা বলার পূর্বে তিনি থার্ড টার্মিনাল এর কাজ ঘুরে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন, সিএএবি এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুল ইসলাম ইসলাম সহ সিভিল এভিয়েশন ও বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।