December 22, 2024, 11:00 pm
তামান্না আক্তার হাসিঃ তিন দিন ব্যাপী ‘৭ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৪’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ,
প্রধান অতিথি হিসেবে গতকাল রাত ০৭:৩০ ঘটিকায় কুর্মিটোলা গলফ ক্লাবের বেংকুয়েট হল’ এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্য ছাড়াও রানার গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,
কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুস সামাদ চৌধুরী,
টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), সংশ্লিষ্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যবৃন্দ, ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন,
ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ), এবং দেশের সকল গলফ ক্লাব হতে প্রায় ৬৫০ জন গলফার ও রানার গ্রুপ অব কোম্পানীজ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন, তাসবির হাসান মজুমদার,২য় হয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান (অবঃ)৩য় হয়েছেন, মিসেস হেইজং উম।