October 23, 2024, 8:37 pm

সংবাদ শিরোনাম :
দুর্নীতিতে অভিযুক্ত তবুও নির্বাহী প্রকৌশলী শারমিনকে গাজীপুরে পদায়ন সাবেক কমিশনার হারুনের দাপটে বসত ভিটে ছড়া এক দম্পতি   খুলনা কয়রায় হামলা করে আসামি ছিনতাই, ৫ পুলিশ সদস্য আহত খুলনা পাইকগাছায় বিগত এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ আহত ৫৬  কয়রায় এক নারী বাসা বাড়ি কাজ করতে করতে বর্তমানে চা বিক্রি করেই স্বাবলম্বী কয়রা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতির মতবিনিময় সভা  আন্তরজাতকি এয়ারট্রাফকি কন্‌ট্রালারূক্স ডে উদযাপন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে গ্রেফতার ১৯তম জাতীয় ফার্নিচার মেলা শুরু রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় কেশবপুরে বিসর্জনের মধ্য দিয়ে ৮৯ টি মন্ডপে  দুর্গা পূজা সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো 

ঢাকা ১৮ আসনের এম.পি পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ঢাকা ১৮ আসনে এম,পি পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া গতকাল উত্তরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে উত্তরা সাংবাদিক নেতাদের সামনে দয়াল কুমার বড়ুয়া প্রধানমন্ত্রী ও নিজ দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শুরু করেন।

তিনি তার বক্তব্যে বলেন উত্তরা একটি মডেল সিটি হওয়ার কথা ছিল কিন্তু সেই মডেলের “ম” আমরা চোখে দেখছি না । উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে দুই ঘন্টা। ঠিক একইভাবে উত্তরার ভিতরে উত্তরাফায়দাবাদ যেতে সময় লাগে দুই ঘন্টা। সৃষ্টি হয়েছে কিশোরগ্যাং বেড়েছে অপরাধ আমরা এর প্রতিকার করতে চাই।

তিনি আরো বলেন আমি সাংবাদিক পরিবারের সন্তান আমার হৃদয়ের স্পন্দনে গণমাধ্যম কর্মীরা মিশে আছে।আমি এম,পি হই মন্ত্রী হই অথবা কিছুই না হই কিন্তু সাংবাদিকদের পাশে আমি আগেও ছিলাম ভবিষ্যতে থাকবো এবং আপনারা সকলেই আমার ভাই।

আমাকে আমার দলের বা আমার কোন কর্মী লিডার বা নেতা বলে ডাকলে আমার ভালো লাগেনা একজন সাধারণ মানুষের মতো আমাকে ভাই বলে ডাকলে আমার হৃদয়টা বড় হয়ে যায় আমার মনে হয় তাকে আমি অনেক আপন করে নিতে পারি। আমি আমার হৃদয় থেকে গণমানুষের পাশে থেকে ভাই হয়ে সবসময় তাদের সঙ্গে থাকবো বলে ওয়াদা করছি।

স্রষ্টার আশীর্বাদে সৃষ্টি জগতে ভালো সবকিছু কাজের মধ্যেই সবাইকে একত্রে করতে হয়। তাই আমি উত্তরার এই ১৮ আসনের সমস্ত এলাকার সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করব বলে আশা করি।

উত্তরা সকল সাংবাদিক তথা উত্তরা প্রেসক্লাব আমার অফিসে আসাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সব সময় আমাকে ভাই হিসেবে কাছে পাবেন।

উক্ত অনুষ্ঠানের সাংবাদিকদের নেতৃত্ব দেন উত্তরা প্রেসক্লাবের প্রেসিডেন্টসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

উত্তরা প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও সাংবাদিক নেতৃত্ব নেতৃবৃন্দু ওয়াদা করেন ১৮ আসনে নির্বাচনে আমরা আপনার পাশে থাকবো এবং আমরা চাই উত্তরাকে একটি মডেল সিটি পরিণত করার জন্য।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন