December 23, 2024, 4:50 pm
অদ্য ইং ০৪/১০/২০২২ খ্রি. অনুমান ০৮.৪৫ ঘটিকায় সময় জনাব মোঃ রবিউল ইসলাম খান তাহার ছেলে সহ কসাইবাড়ি আত্নীয়ের বাসা হতে গুলিস্থান যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দর গোলচত্তর এলাকায় পৌছাইয়া গাড়ীর জন্য অপেক্ষা রত অবস্থায় দিয়াবাড়ী হতে পোস্তগোলাগামী রাইদা পরিবহনের একটি গাড়ী নং ঢাকা মেট্রো ব-১২-০২১৪ বেপরোয়া গতিতে আসিয়া সজোরে ধাক্কা মেরে গুরুতর আহত করে। সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে বিমানবন্দরে কর্তব্যরত পুলিশ অফিসারগণ গিয়ে ভিকটিমদের প্রথমে কূর্মিটোলা পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ।
এ বিষয়ে বিমানবন্দর থানার অফিসার্স ইনচার্জ বলেন ভিকটিমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, দূর্ঘটনার জন্য দায়ী গাড়ী ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।