December 24, 2024, 2:31 am
ডেক্সঃ গতকাল ৩১/০৩/২০২৪ তারিখে অফিসারের ইনচার্জ এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আলমগীর গাজীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের হয়রানী ও তাদের মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে ৬ ছিনতাই কারীকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ।
১। সৌখিন (১৮), পিতা- শহিদুল, মাতা-রিনা, সাং- ইয়াদ কলোনী (সান্তাহার), থানা- কাহালু, জেলা- বগুড়া, ২। মোঃ শরীফ (২৪), পিতা- মোঃ ফজর আলী, মাতা- মোছাঃ সখিনা, সাং- আরিচপুর, থানা- টঙ্গী পূর্ব, জেলা- গাজীপুর, ৩। মোঃ নিরব (২০), পিতা- মোঃ খোকন, মাতা- রাহেলা, সাং- ব্যাংকের মাঠ, থানা- টঙ্গী পূর্ব, জেলা- গাজীপুর, ৪। মোঃ জাহিদ হোসেন (২০), পিতা- মোহাম্মদ হোসেন, মাতা- মোছাঃ জাহানারা, সাং- ঝাওতলা, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম, ৫। রুবেল মিয়া (২০), পিতা- মৃত রাশেদ মিয়া, মাতা- বেদেনা বেগম, সাং- বেতাল বাজার, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, ৬। সাব্বির আহম্মেদ (৩৯), পিতা- মৃত সামশুজ্জামান, মাতা- সাহারা খোতুন, সাং- ঝাউগড়া, থানা- মেলান্দহ, জেলা- জামালপুর, সর্ব এ/পি- বিমানবন্দর রেলষ্টেশন এলাকায় ভাসমান, থানা- বিমানবন্দর, জেলা- ঢাকা।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্নীতি রিপোর্ট ২৪. কমকে বলেন গ্রেফতারকৃত প্রত্যেক আসামীকে ক্যাপ কোর্টের মাধ্যমে ১৫ দিন করে সাজা প্রদান করা হইয়াছে।