December 23, 2024, 12:30 pm

সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা পূরণে অন্তবর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে:উত্তরা পূর্ব থানা কর্মিসভায় আমিনুল হক পারিবারিক কলহের জেরে আপন ভাই কর্তৃক জলিল হত্যা মামলার পলাতক আসামি সাগর (২০) কে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‍্যাব-৭ লাখো মুসল্লির অশ্রু সজল নয়নে আমিন-আমিন ধ্বনীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিনী কান্ত, গ্রেফতার  ২৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত খুলনায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ঢাকায় ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা উত্তরা প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত দক্ষিনখানে রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের ইসলাম বোখারী রোডে মোহাম্মদ আব্দুল্লাহ

ঢাকায় পৌঁছে গেল বিশ্বজয়ী আকবররা

সরাদেশ ডেস্ক ॥

বড়রা কখনো পারেনি, ভবিষ্যতে পারবে কি না, তা নিয়ে অনেক সন্দেহ-সংশয় রয়েছে ভক্ত-সমর্থকদের মধ্যে। কিন্তু বড়রা না পারলেও ছোটরা ঠিকই বিশ্বজয় করে ফেলেছে। ভারতের মত শক্তিশালী দেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা।

আকবর আলির নেতৃত্বাধীন সেই বিশ্বজয়ী যুবারা অবশেষে দেশে ফিরে এসেছে। আজ বিকেল পৌনে ৫টায় ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে অবতরণ করেছে বিশ্বজয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের বহন করা বিমানটি।

৯ ফেব্রুয়ারির দক্ষিণ আফ্রিকার শহর পচেফস্ট্রমের সেনওয়েজ পার্ক স্টেডিয়ামে যুব বিশ্বকাপের শ্বাসরূদ্ধকর ফাইনালে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

১৭৮ রানের জবাবে এক সময় বাংলাদেশ হারের পথেই চলে গিয়েছিল প্রায়। কিন্তু অধিনায়ক আকবর আলির অসাধারণ মানসিক দৃঢ়তার ফলে বিশ্বজয় করেই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। ২০১৬ সালে ঘরের মাঠে মেহেদী হাসান মিরাজদের নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু সেবার সেমিফাইনালেই বিদায় ঘটে যায় মিরাজদের।

এবার আকবর আলিরা যথার্থ প্রস্তুতি নিয়েই গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে, স্কটল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এরপর কোয়ার্টার ফাইনালে আকবর আলিরা হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।

এরপর সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির ওপর ভর করে হারায় নিউজিল্যান্ড। প্রথমবারের মত উঠে যায় কোনো বিশ্বকাপের ফাইনালে। অবশেষে বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে হলো বিশ্বজয়।

৯ তারিখ বিশ্বকাপের ফাইনালে জিতলেও বাংলাদেশ দলের যুবারা ঢাকায় এসে পৌঁছালো তিনদিন পর, আজ বিকেলে। যদিও সকালে এসে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু ফ্লাইট সিডিউল ঠিক না থাকায় একসঙ্গেই দলকে আনা হলো বিকেলে।

বিমানবন্দরে পৌঁছার পর যুবদলের ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবি কর্মকর্তারা। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন