December 23, 2024, 3:36 pm
নিজস্ব প্রতিনিধঃ ঢাকার ২ টি এবং গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রায় ১৫০০ বাগানীকে প্রশিক্ষণের মাধ্যমে ছাদবাগান করার সহায়তা করবে।আজ দুপুরে উত্তরায় ছাদ বাগান প্রশিক্ষণ কর্মশালায় এমটাই জানিয়েছ প্রশিকা’র পরিচালক প্রোগ্রাম ও ছাদবাগান প্রকল্পের টিম লিডার হাসান সাঈদ।তিনি আরো বলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও বানিজ্যিক প্রতিষ্ঠানের ২০ টি ছাদে প্রদর্শনী বাগান স্হাপন করা হবে।
প্রশিক্ষণের পর বাগানিদেরকে এফএও থেকে শীতকালীন ১০ টি ও গ্রীষ্মকালীন ১০ বীজ ৫ রকম ফলের চারা, সার এবং ৩ ধরনের কৃষি যন্ত্র প্রদান করা হবে।
মূল প্রকল্পটি বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও নেদারল্যান্ড সরকার, নেদারল্যান্ডের ওয়াজিনিনজের ইউনিভার্সিটি এবং এফএও প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রশিকা,র উপপরিচালক আনোয়ারুল ফারুক, বিভাগীয় ব্যবস্হাপক সোলাইমান প্রমুখ।